গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪৩ বছরের জেলে বিপুল মন্ডলের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাঁপাড়ায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল শনিবার সন্ধ্যায় ওই খালের সুঁইচ গেটের কাছে মাছ ধরতে যান। রাতে বাড়ি না ফেরায় তার স্ত্রী ও ছেলে খালটি খুঁজতে বের হন এবং সেখানে তার নৌকায় ভেজা কাপড়, বন্ধ মোবাইল ও টর্চ লাইট দেখতে পান, তবে বিপুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়রা ভোরে খালে ভাসমান লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা লাশটি বিপুলের বলে সনাক্ত করেছেন এবং তারা জানান, বিপুল হৃদরোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।